নিজস্ব প্রতিবেদকঃ
দেশের১১টি জেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি রয়েছে তাদের সহায়তায় ত্রাণ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছে বরিশাল মহানগর বিএনপি। বৃহস্পতিবার রাতে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক।
এসময় আরও উপস্থিত ছিলেন, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার ও যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, সদস্য আল-আমিন।
অনুষ্ঠানে নগরীর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মাসুদ হাওলাদার ও সদস্য সচিব বাবুল তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী মামুন হাওরাদারসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নগদ অর্থ তুলে দেয়।
এরপর নগরীর ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষে আহ্বায়ক সাজ্জাদ হোসেন ও সদস্য সচিব কামাল হাওলাদার অর্থ সহায়তা করেন।
এসময় বক্তারা বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ হঠাৎ পানি ছেড়ে দেওয়ায় দেশের ১১টি জেলার কয়েক লাখ মানুষ আজ পানিবন্দি। তাই ভূক্তভোগীদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় ত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এসময় সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান নেতারা।