নিজস্ব প্রতিবেদক:
বরিশালের কীর্তনখোলা নদী থেকে ভাসমান অবস্থায় আশরাফ আলী (৫৫) নামে এক বালু শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
গত বুধবার রাত পৌনে ১২টায় বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ভাঙা এলাকা থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা। পরে পুলিশকে জানানো হলে তারা গিয়ে লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
উদ্ধারকৃত আশরাফ আলী বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের রাঢ়ীমহল গ্রামের বাসিন্দা মৃত আজিজ হাওলাদারের ছেলে। আশরাফ আলীর জামাতা মো. রাসেল জানান, গত সোমবার ভোরে চরমোনাইঘাট থেকে বালু আনতে বাল্কহেড নিয়ে মোল্লারহাটের উদ্দেশ্যে রওনা হন।
পথিমধ্যে চরমোনাইর নতুন চর এলাকায় বাল্কহেড নোঙর করা হলে তীব্র স্রোতের মুখে বাল্কহেড থেকে আশরাফ কীর্তনখোলা নদীতে পড়ে যায়। সেই থেকে নিখোঁজ ছিলেন তিনি।
গত বুধবার রাতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা।
পুলিশ এসে লাশ হাসপাতালে পাঠিয়েছে। বরিশাল কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।