Take a fresh look at your lifestyle.

বরিশালের চর‌মোনাই‌তে লুডু-ক‌্যারম খেলায় নি‌ষেধাজ্ঞা

১৪২
 ব‌রিশাল প্রতিনিধি :  ব‌রিশাল সদর উপ‌জেলার চর‌মোনাই ইউ‌নিয়নে দোকা‌নে ব‌সে স্মার্ট ফো‌নে লুডু, ক‌্যারম বোর্ড বা তাস দি‌য়ে জুয়া খেল‌ায় নি‌ষেধাজ্ঞা দেওয়া হ‌য়ে‌ছে।শুধু দোকান নয় যে‌কো‌নো স্থা‌নে ব‌সে জুয়া খেল‌লে ১০ হাজার টাকা জ‌রিমানা ও যে দোকা‌নে ব‌সে এসব খেলা হ‌বে সেই দোকান অ‌নি‌র্দিষ্টকা‌লের জন‌্য বন্ধ ক‌রে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে।
শ‌নিবার রা‌তে চর‌মোনাই ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান সৈয়দ মুহাম্মদ জিয়াউল ক‌রিম এই নি‌র্দেশনা জা‌রি ক‌রেন। এই সংক্রান্ত নো‌টিশ ইউনিয়‌নের বি‌ভিন্ন স্থা‌নে সাটা‌নো হয়। নো‌টি‌শে বলা হয়, অত্র ইউনিয়‌নের কো‌নো দোকান বা স্থা‌নে ব‌সে
স্মার্ট ফোন বা লুডুর কো‌টের দ্বারা লুডু, ক‌্যারম বোর্ড বা তা‌সের
মাধ‌্যমে জুয়া খেলা এবং অ‌বৈধ মাদক সেবন অবস্থায় য‌দি কো‌নো ব‌্যক্তি‌কে
পাওয়া যায় তাহ‌লে তা‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা ও আইনগত ব‌্যবস্থা নেওয়া
হ‌বে। সা‌থে সা‌থে যে দোকা‌নে খেলা অবস্থায় পাওয়া যা‌বে সেই দোকান
অ‌নি‌র্দিষ্ট সম‌য়ের জন‌্য বন্ধ ক‌রে দেওয়া হই‌বে।
স্থানীয় মোস‌লেম গাজী ব‌লেন, সন্ধ‌্যার পরপরই উঠ‌তি বয়সী যুবকরা রাত পর্যন্ত দ‌লে দ‌লে ভাগ হ‌য়ে দোকানপাট থে‌কে শুরু ক‌রে বি‌ভিন্ন স্থা‌নে ব‌সে লুডু খে‌লে। মোবাই‌লে লুডু খেলার পাশাপা‌শি জুয়া খেল‌তেও দেখা গে‌ছে‌। চেয়ারম‌্যান উপ‌যোগী সিদ্ধান্ত নি‌য়ে‌ছে।
যা‌দের সন্ধ‌্যার পর পড়ার টে‌বি‌লে বসার কথা, তারা লুডু খেল‌ছে দোকানের সাম‌নে ব‌সে। চর‌মোনাই ইউনিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান সৈয়দ মুহাম্মদ জিয়াউল ক‌রিম ব‌লেন, স্মার্ট ফো‌নে লুডু খে‌লে যুবকরা বিপথগামী হ‌চ্ছে, তারা প্রথমে শ‌খের ব‌সে খেল‌লেও প‌রে জুয়ায় আসক্ত হ‌য়ে যায়। এছাড়া বি‌ভিন্ন স্থান থে‌কে নানা ধর‌ণের অ‌ভি‌যোগ আসায় এমন সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে।##
Auto House

Leave A Reply

Your email address will not be published.