নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২২ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনিত প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ মে,বৃহস্পিতবার বেলা ১১ টায় আইনজীবী সমিতির এনেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টর সিনিয়র আইন জীবী ইউসুফ হোসেন হুমায়ুন। বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল সিটি কপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মজিবুল্লাহ হিরু, সুপ্রীম কোর্টের সিনিয়র আইন জীবী এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি লস্কর নুরুল হক, সাধারন সম্পাদক রকিবুল ইসলাম খোকন, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী (পিপি) ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গির প্রমুখ।
সভায় বক্তারা, আইনজীবীদের প্রতি গ্রুপ আসন-ই (১) এর এ্যাডভোকেট আনিছ উদ্দিন আহমেদ সহিদকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।
উল্লেখ্য, আগামী ২৫ মে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
						 
			 
				 
						