নিজস্ব প্রতিবেদকঃ বিশ্ব মা দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার,১২ মে সকাল সাড়ে ১১ টায় বরিশাল জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বিশ্ব মা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল রুম্পা সিকদার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, নারীনেত্রী প্রফেসর শাহ সাজেদা, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতিক, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, উপ-পরিচালক জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরিশাল মেহেরুনাহার মুন্নীসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা বিশ্ব মা দিবসের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।