Take a fresh look at your lifestyle.

বরিশালে ১৯৫ বোতল ফেনসিডিল ও ২৮ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

১০৫

বরিশালের বানারীপাড়ায় অভিযান চালিয়ে ১৯৫ বোতল ফেনসিডিল ও ২৮ কেজি ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে সোহেল মোল্লা (৩৫) নামে এক মাদক কারবারি পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি র‌্যাব-৮।

সোহেল মোল্লা বানারীপাড়া থানাধীন মাইষপোতা এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে গতকাল শনিবার দুপুরে র‌্যাব-৮ এর মিডিয়া সেল থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বানারীপাড়া থানা এলাকার সোহেল মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় অভিযানিক দল ঘটনাস্থলে পৌছালে সোহেল মোল্লা পালিয়ে যায়।

পরবর্তীতে র‌্যাব সদস্যরা সোহেলের বাড়ি থেকে ১৯৫ বোতল ফেনসিডিল ও ২৮ কেজি ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. আব্দুল মতিন বাদী হয়ে বানারীপাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

Auto House

Leave A Reply

Your email address will not be published.