Take a fresh look at your lifestyle.

বরিশালে ৪২৯ জন দুস্থ-অসহায় পেল আর্থিক সহায়তার চেক

১০

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ৪২৯ জন দুস্থ অসহায় মানুষের মাঝে ৪ লাখ ৬০ হাজার টাকার সহায়তা প্রদান করা হয়েছে।

২০ ফেব্রুয়ারি, সোমবার জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা অধিদফতর বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে মঞ্জুরীকৃত অনুদানের ৪২৯ জন দুস্থ অসহায় মানুষের মাঝে ৪ লাখ ৬০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক জেলা সমাজসেবা অধিদফতর বরিশাল আল মামুন তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ সোহেল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মনদীব ঘরাই, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ আরও অনেকে।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ৪২৯ জন দুঃস্থ অসহায় মানুষের মাঝে ৪ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন।

Leave A Reply

Your email address will not be published.