নিজস্ব প্রতিবেদক: বরিশালে ৭ দিনব্যাপী বিভাগীয় এসএমই পণ্য মেলা ২০২৩ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকেলে এসএমই ফাউন্ডেশন বাংলাদেশ এর আয়োজনে বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশাল এর তত্বাবধানে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ৭ দিনব্যাপী বরিশাল বিভাগীয় এসএমই পণ্য মেলা ২০২৩ এর সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব (অব:) উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএমই ফাউন্ডেশন সালাহ উদ্দিন মাহমুদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল খোন্দকার আনোয়ার হোসেন, পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, সভাপতি বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সাইদুর রহমান রিন্টুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
শুরুতে অতিথিরা বিভাগীয় এসএমই পণ্য মেলার বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে অংশগ্রহণকরী বিজয়ী স্টলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় ৬৮ টি বিভিন্ন পণ্যের স্টল স্থান পেয়েছে। মেলার অংশ হিসেবে ফাউন্ডেশন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং ক্রেতা বিক্রেতার সংযোগ স্থাপনের লক্ষে স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী প্রতিনিধিসহ সকল স্টেকহোল্ডারদের সম্পৃক্ত করা। জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে এসব মেলা আয়োজনের মাধ্যমে এসএমই পণ্যের ব্যাপক পরিচিতি পাশাপাশি উৎপাদক, ক্রেতা ও বিক্রেতার মাধ্যে পারস্পরিক সংযোগ স্থাপিত হয়, এসএমই পণ্যের বাজার সম্প্রসারিত হয় এবং শিল্পায়নের বিকাশের সাথে সাথে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়ে থাকে।
এসএমই পণ্য মেলা আয়োজনের উদ্দেশ্য। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা উৎপাদিত পণ্যের প্রচার প্রসার বিক্রয় বাজার সম্প্রসারণ। এসএমই উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ এবং সেতুবন্ধন তৈরিতে সহায়তা, এসএমই উদ্যোক্তা এবং ভোক্তাদের মাঝে পারস্পরিক সংযোগ স্থাপন। পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টির ক্ষেত্রে ভোক্তা সহ বিভিন্ন মহলের সৃজনশীল মতামত ও পরামর্শ গ্রহণ।