Take a fresh look at your lifestyle.

বিপুল পরিমানের মেয়াদউর্ত্তীণ ওষুধ জব্দ-৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

১১

বরিশালের উজিরপুরে বিপুল পরিমানে মেয়াদউত্তীর্ণ ঔষধ জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার সকাল ১০টায় বরিশাল বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক অপূর্ব অধিকারি ও সহকারী পরিচালক সুমি রানি মিত্র উপজেলার শিকারপুর বন্দর বাজারে এই অভিযান চালায়।

এসময় সিকদার মেডিক্যাল থেকে বিপুল পরিমানে মেয়াদউত্তীর্ণ ভেজাল ঔষধ জব্দ করে। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পন্যের সঠিক মূল্য তালিকা সংরক্ষণ না থাকা ও বেশি দামে বিক্রির অপরাধে মোট ৫টি প্রতিষ্ঠান থেকে মোট ২৭ হাজার পাঁচ শত টাকা জরিমানা আদায় করেন।

এ সময়ে ভোক্তা অধিকার বিরোধীকার্য ও অপরাধ এবং দন্ডের বিধান সম্পর্কে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের সচেতন হবার তাগিদ দিয়ে শিকারপুর বাজারে লিফলেট বিতরণ করেন।

এসময়ে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা স্যানেটারী ইনেসপেক্টর মোঃ নুরুল আলম বখতিয়ার, উজিরপুর রিপোটার্স ইউনিটের সাধারণ সম্পাদক সরদার সোহেল, সাংবাদিক রফিকুল ইসলাম, এপিবিএন সদস্যসহ স্থানীয়রা।

Leave A Reply

Your email address will not be published.