Take a fresh look at your lifestyle.

শেখ হাসিনার বার্তা, নারী পুরুষ সমতা’ এই প্রত্যয় নিয়ে বরিশালে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত । 

৩৬
বরিশাল প্রতিনিধি:  শেখ হাসিনার বার্তা, নারী পুরুষ সমতা’ এই প্রত্যয় নিয়ে বরিশালে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত  হয়েছে।
৮মার্চ ,মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সার্কিট হাউস থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক হয়ে ফের আলোচনা সভাস্থল সার্কিট হাউসে মিলিত হয়।
জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং বেসরকারী উন্নয়ন সংস্থা দিবসটির আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি হয়ে আলোচনা করেন বিভাগীয় কমিশনার আমিন উল আহসান।
এসময় তিনি বলেন, নারীর জন্য আমরা আশানারুপ বিশ^ গড়ে তুলবো। তাদেরকে শিক্ষিত করে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলে বাল্য বিবাহ এবং নারী নির্যাতন কমে আসবে। এক্ষেত্রে বর্তমান সরকারের নারীবান্ধব বেশকিছু কর্মসূচি চলমান রয়েছে।
সভা শেষে ২০২১ এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভাগে বিজয়ী ৭ নারী চেয়ারম্যান ও ৯ জন সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোঃ এনামুল হক, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী ও সনাক সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা সহ প্রমুখ ।

Leave A Reply

Your email address will not be published.