Take a fresh look at your lifestyle.

শেবাচিমের করোনা ওয়ার্ডে আরও একজন রোগীর মৃত্যু : কমেছে ভর্তি ও শনাক্তের হার।

নিজস্ব প্রতিবেদক:

৫৪

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনায় ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন রোগীর মৃত্যু হয়েছে। অপরদিকে মেডিকেলে কমেছে চিকিৎসাধীন সরকার। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আগের দিনের চেয়ে শনাক্তের হার কিছুটা কমেছে।

হাসপাতালের পরিচালক কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত বুধবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৪ জন রোগী। বিগত ২৪ ঘন্টায় নতুন কোন রোগী করোনা ওয়ার্ড থেকে ছাড়পত্র নেননি এবং নতুন করে কেউ করোনা ওয়ার্ডে ভর্তি হয়নি। এই সময়ে চিকিৎসাধীন অবস্থায় একজন রোগীর মৃত্যু হয়েছে। তার করোনা পজেটিভ।

বৃহস্পতিবার চিকিৎসাধীন ছিলো ৩ জন রোগী। এ নিয়ে ২০২০ সালের ১৭ মার্চের পর থেকে এ পর্যন্ত মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪শ’ ৭৮ জন রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ৪শ’ ৪১ জনের করোনা পজেটিভ ছিলো। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আগের দিনের চেয়ে শনাক্তের হার কিছুটা কমেছে। গতকাল ৮৪ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা পজেটিভ হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৯০ ভাগ।

এর আগে গত বুধবার শনাক্তের হার ছিলো ১৬ দশমিক ৬৬ ভাগ, মঙ্গলবার ১২ দশমিক ০৬ ভাগ, সোমবার ১৮ দশমিক ৮৬ ভাগ, রবিবার ৫ দশমিক ৫৫ ভাগ, শনিবার ১১ দশমিক ৪৭ ভাগ, শুক্রবার ২৮ দশমিক ৮১ ভাগ এবং গত বৃহস্পতিবার ২৫ দশমিক ৫৩ ভাগ। ২০২০ সালের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ডে চালুর পর এ পর্যন্ত সেখানে ৭ হাজার ৭শ’ ৫ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ২শ’ ২৫ জন রোগী।

Auto House

Leave A Reply

Your email address will not be published.