Take a fresh look at your lifestyle.

অতিরিক্ত মূল্যে চাল বিক্রী – বরিশালে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা।

১০৯

নিজস্ব প্রতিবেদক:  মূল্য তালিকা না থাকা এবং বেশী দামে চাল বিক্রী করার অপরাধে বরিশাল নগরীর চার ব্যবসায়ীকে ৫৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে নগরীর ফরিয়াপট্রির চালের আড়তে এই অভিযান চালিয়েছেন সংস্থাটির সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া।

ত‌িনি জানান, মূল্য তালিকা না টাঙিয়ে অতিরিক্ত দামে চাল বিক্রি করে আসছিলো ফরিয়াপট্রির ব্যবসা প্রতিষ্ঠান গুলাে এমন অভিযোগের ভিত্তিতে বুধবার সেখানে অভিযান পরিচালনা কর‌লে অভিযোগের সত্যতা পেয়ে মহাদবে ভাণ্ডারকে ৩৫ হাজার টাকা, গৌর নিতাই ভাণ্ডার ২০ হাজার এবং দুই খুচরা চালের দোকানিকে তিন হাজার ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

অপর‌দ‌িকে ব‌রিশাল জেলা প্রশাস‌নের নির্বাহী ম‌্যা‌জ‌িস্ট্রেট সমা‌প্তি রায় ও কামরুন্নাহার তামান্নার নেতৃত্বে দুই‌টি টিম নগরীর বাজার রোড, ফরয়িা পট্রী সাগরদী বাজার সহ নগরীর বিভিন্ন চালের আড়তে অভিযান পরিচালনা করা হয়।

এসময় অবধৈভাবে চাল মজুদ করে বাজারে কৃত্রম সংকট তৈরী, অধিক মুনাফায় চাল বিক্রি এবং মূল্য তালিকা সংরক্ষণ না করায় নগরীর ৩ টি চালের আড়তকে মােট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

অ‌ভিযানের বিষয়টি নিশ্চিত ক‌রেছেন নির্বাহী ম‌্যা‌জ‌িস্ট্রেট সমাপ্তি রায়।##

Auto House

Leave A Reply

Your email address will not be published.