নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেস্টা ড.আসিফ নজরুল।
০১ অক্টোবর,বুধবার দুপুরে শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে বরিশাল নগরীর শংকর মঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আসিফ নজরুল আরও বলেন, যুক্তরাস্ট্র অবস্থান করে প্রধান উপদেষ্টা গণমাধ্যমে আওয়ামী লীগের রাজনীতির উপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে যা কিছু বলেছেন তা থিউরিটিক্যাল। তিনি (আসিফ নজরুল) মনে করেন, আগামী নির্বাচনের আগে তো নয়ই, অদূর ভবিষ্যতেও এটি হবার সম্ভাবনা নেই।
আইন উপদেস্টা আরও বলেন, আমরা সবাইকে নিয়ে শান্তিতে ও নিরাপদে বাস করতে চাই। এখানে পাহাড়ি, বাঙালী বলে ভেদাভেদের যে দেয়াল তুলে দেয়া হয় সেটা ঠিক নয়। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এর পিছনে যারা বাধা হবে তাদের বিরুদ্ধে আইনশৃংখলা বাহিনী ব্যবস্থা নিবে।
এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। তিনি বলেন, পূজা পালনে অপশক্তির নানা ধরণের স্বরযন্ত্র থাকবে। আমরা এসব বিষয়ে সতর্ক। সারা দেশে দুর্গোৎসব আনন্দের সাথে পালিত হচ্ছে। ধর্মীয় অনুষ্ঠান পালনে প্রত্যেকের সমান অধিকার রয়েছে।
এসময় আইন উপদেস্টার সঙ্গে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, হিন্দু বৈদ্ধ খৃষ্টান ঐক্য ফ্রন্টের সদস্য সচিব লিমন শাহা কানু সহ প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।