নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
২২জানুয়ারি,বুধবার দুপুরে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ে সামনে বরিশাল মহানগর বিএনপির পদবঞ্চিত নেতাদের উদ্যোগে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাত অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায়, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার বলেন- দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষে নির্বাচন দিন। জনগণ তাদের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করবে। নির্বাচন নিয়ে সময় ক্ষেপন করা হচ্ছে। আগে নির্বাচন দিয়ে পরে সংস্কার করতে হবে। নির্বাচন নিয়ে বিভিন্নভাবে চক্রান্ত হচ্ছে। এসকল চক্রান্তের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
সরোয়ার আরও বলেন, বিএনপির মধ্যে যারা বিরোধ সৃষ্টি করছে তাদের বিরুদ্ধ সকলকে সজাগ থাকতে হবে। এছাড়া বিএনপির যেসব নেতাকর্মীরা চাঁদাবাজীসহ অন্যায় কাজ করছে তাদের ছাড় দেয়া হবেনা বলে হুশিয়ারী দেন তিনি।
সরোয়ার আরও বলেন, গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার সংগ্রাম আমাদের মনে রাখেতে হবে। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে খুব দ্রুত ফিরে আসেন সেজন্য সবাই দোয়া করবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন, তা সময় উপযোগী। এখানে সবকিছুর কথাই বলা হয়েছে। এসময় তিনি দলের মধ্যে বিভেদ না করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা। এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি সৈয়দ হাসান ও আব্বাস উদ্দিন বাবলা, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর ও আনোয়ারুল হক তারিন, সাবেক সিনিয়র সদস্য হোসেন চৌধুরী প্রমুখ