Take a fresh look at your lifestyle.

 আদালত প্রাঙ্গণে সাংবাদিকের উপর হামলা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নিন্দা

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

২৬

স্টাফ রিপোর্টার: বরিশালে আদালত প্রাঙ্গণে দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

আজ (২৮ মার্চ) শুক্রুবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক সুজন আহমেদ এবং অর্থ বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার এক যুক্ত বিবৃতিতে এ তথ্য জানান।

এসময় বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন , গতকাল ২৭ মার্চ আদালত প্রাঙ্গণে তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন ফটো সাংবাদিক এন আমিন রাসেল এবং মনিরুল ইসলাম। আদালত প্রাঙ্গনে জনগণ ন্যায় বিচারের জন্য যায় কিন্তু আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের উপর এই ন্যাক্কারজনক হামলা এবং তাদের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার এমন ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীর অবনতিকে নির্দেশ করে।

নেতৃবৃন্দ এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার দাবি করেন।

Auto House

Leave A Reply

Your email address will not be published.