অনলাইন ডেস্কঃ আবারও যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ। এর ফলে নির্ধারিত সময়ের চেয়ে সাড়ে ছয় ঘণ্টা দেরিতে ছেড়েছে শারজাহ-ঢাকা রুটের ফ্লাইট বিজি-৩৫২।
এর প্রভাব পড়েছে পরবর্তী ফ্লাইটেও—ঢাকা থেকে ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইট নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। ফলে সকাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে রয়েছেন ব্যাংককগামী যাত্রীরা।
বিমান সূত্র জানায়, শারজাহ থেকে বিজি-৩৫২ ফ্লাইটের ছেড়ে যাওয়ার কথা ছিল স্থানীয় সময় রাত ১টা ১৫ মিনিটে এবং ঢাকায় পৌঁছানোর কথা ছিল সকাল ৮টা ৩০ মিনিটে। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। প্রায় সাড়ে ৬ঘণ্টা বিলম্বের পর স্থানীয় সময় ভোর ৬টা ৪২ মিনিটে শারজাহ ছাড়ে উড়োজাহাজটি এবং ঢাকায় পৌঁছে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে।
এই বোয়িং ৭৩৭ উড়োজাহাজ দিয়েই পরিচালনা করার কথা ছিল ঢাকা থেকে ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইট। ফলে শারজাহ ফ্লাইটে দেরির কারণে ব্যাংকক ফ্লাইটও নির্ধারিত সকাল ১১টায় ছেড়ে যেতে পারেনি। সর্বশেষ তথ্য অনুযায়ী, ফ্লাইটটি দুপুর ২টা ৩০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ কর্মকর্তা খান সাদী বলেন, শারজাহ ফ্লাইটে দেরির কারণ এখনো জানা যায়নি। তবে ব্যাংককগামী ফ্লাইটটি দুপুর ২টা ৩০ মিনিটে ছাড়বে।
এর আগেও বিমানের যান্ত্রিক ত্রুটির একাধিক ঘটনা ঘটেছে। গত ২৮ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-দাম্মাম রুটের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মাঝ আকাশ থেকে ঢাকায় ফিরে আসে। উড্ডয়নের কিছুক্ষণ পর কেবিনে প্রেশারে বিপদ সংকেত পেলে নিরাপত্তার স্বার্থে পাইলট ফিরে আসেন।
এরও আগে, ২৪ জুলাই দুবাই-চট্টগ্রাম হয়ে ঢাকাগামী ফ্লাইট বিজি-১৪৮-এর বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ চট্টগ্রাম থেকে উড্ডয়নের পর ল্যান্ডিং গিয়ারের দরজা সঠিকভাবে বন্ধ না হওয়ায় অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছিল। তখনও পাইলট সিদ্ধান্ত নিয়ে আবারও চট্টগ্রামে ফিরে যান এবং সকাল ৮টা ৫৮ মিনিটে নিরাপদে অবতরণ করেন।