Take a fresh look at your lifestyle.

আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ-আটক ২

৫৮

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর ফলপট্টি এলাকার বিসমিল্লাহ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

১৭ সেপ্টেম্বর,রবিবার  দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানাগেছে, ১৬ সেপ্টেম্বর শনিবার রাতে কোতোয়ালি মডেল থানার একটি বিশেষ অভিযানিক দল গোপান সংবাদের ভিত্তিতে নগরির ফলপট্টি এলাকার বিসমিল্লাহ আবাসিক হোটেলের পঞ্চম তলার ৫০৭ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে এক হাজার ইয়াবাসহ পটুয়াখালীর বাউফল উপজেলার রাজাপুর এলাকার মো. বাবুল (৪২) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভাতশালা এলাকার সজল ঘরামীকে (৩২) আটক করা হয়।

তাদের নামে মামলা দায়ের শেষে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান।

Auto House

Leave A Reply

Your email address will not be published.