Take a fresh look at your lifestyle.

”ইভিএম হচ্ছে স্বচ্ছতার প্রতীক”-নির্বাচন কমিশনার আহসান হাবিব

২৯
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সাথে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ মে)  সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন,নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ আহসান হাবিব খান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ আহসান হাবিব খান বলেন,বিগত এক বছর পূর্বে আমরা ইলেকশন কমিশনে দ্বায়িত্ব নেয়ার পরে এ পর্যন্ত প্রায় ৭০০ টি নির্বাচন সম্পন্ন করেছি।এর মধ্যে ৬০০ ইলেকশন ইভিএম এ হয়েছে।এই ইভিএম হচ্ছে স্বচ্ছতার প্রতীক।ইভিএম দিয়ে কেউ কোন কিছু করতে পারেনা।
আমি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন মনিটরিং করেছি ।এটার সবচেয়ে বড় দিক হচ্ছে ভোটারকে ভোট কেন্দ্রে যেতে হবে।আমরা দেশ বিদেশের এক্সপার্ট দ্বারা পরীক্ষা নিরিক্ষা করেছি।তারা সবাই সন্তোষ জনক জবাব দিয়েছে।
তবে আমি গ্যারান্টি দিয়ে বলছি ইভিএম হচ্ছে স্বচ্ছতার প্রতীক।এটা দ্বারা কোন প্রকার কোন কিছু করা সম্ভব নয়।যে সব যায়গায় ইভিএম এ নির্বাচন হয়েছে কোন যায়গায় কোন প্রার্থী এটা নিয়ে কোন অভিযোগ করেনি।সুতরাং এখন পর্যন্ত আমরা ইভিএম নিয়ে কোন সমস্যার সম্মুখীন হইনি।আশা করছি কোন সমস্যা হবেনা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান,  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম বার,অতিরিক্ত বিভাগীয় কমিশনার কমিশনার খন্দকার আনোয়ার হোসেন, র‍্যাব-৮ এর অধিনায়ক ল্যাফটেনেট কর্নেল মাহমুদুল হাসান,বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা মেজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন,পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল মারুফ,  অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট রূম্পা সিকদার।

Leave A Reply

Your email address will not be published.