Take a fresh look at your lifestyle.

ইরানের পাল্টা হামলায় ৮ হাজারের বেশি ইসরাইলি গৃহহীন

৪৬

অনলাইন ডেস্কঃ ইরানের পাল্টা হামলায় ৮ হাজারের বেশি ইসরাইলি ঘরবাড়ি ছাড়া হয়েছেন। এছাড়া ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ৩০ হাজারের বেশি ইসরাইলি। ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ রিপোর্ট করেছে, ইরানের পাল্টা হামলার ফলে ৮ হাজারের বেশি ইসরায়েলি গৃহহীন হয়েছে।

  • আল জাজিরার লাইভ প্রতিবেদন অনুসারে, দৈনিকটি জানিয়েছে, ভবন বা যানবাহনের ক্ষতির জন্য ক্ষতিপূরণের জন্য প্রায় ৩০ হাজার বিমা অনুরোধ করা হয়েছে।গত ১৩ জুন রাতে বিনা প্ররোচনায় আগ্রাসন চালিয়ে ইসরায়েল ইরানে আক্রমণ করে, যার মধ্যে তেহরানের আবাসিক ভবনও অন্তর্ভুক্ত ছিল।
  • লক্ষ্যবস্তু হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয় এবং ঘরবাড়ি সরাসরি আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকরা প্রাণ হারান।

ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি একই দিন নতুন সামরিক কমান্ডার নিয়োগ করেন এবং বলেন যে, ইসরায়েলের জীবন অন্ধকার হয়ে যাবে।

  • মেহের নিউজ জানিয়েছে, এর কিছুক্ষণ পরেই ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলি-অধিকৃত অঞ্চলের অভ্যন্তরে শাস্তিমূলক হামলা শুরু করে, তেল আবিব এবং হাইফাসহ অন্যান্য লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ছোঁড়ার মাধ্যমে আঘাত করে।
Auto House

Leave A Reply

Your email address will not be published.