Take a fresh look at your lifestyle.

উৎশৃঙ্খল বখাটেদের দখলে বরিশালের পাবলিক প্লেস “হিরন স্কয়ার”

“হিরন স্কয়ার”

১৫৪

স্টাফ রিপোর্টার : উৎশৃঙ্খল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী বখাটেদের হাতে হিরন স্কয়ার। সচেতন মহল বলছেন প্রয়াত মেয়র শওকত হোসেন হিরন তৈরি পাবলিক স্কয়ার (বর্তমান হিরন স্কয়ার) এখন কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের অভিভাবকের গলার কাটা হয়ে দাড়িয়েছে। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন অভিভাবকরা।

বিকেল হলেই গভীর রাত অবধি বখাটে ও উঠতি বয়সের ছাত্র-ছাত্রীদের পরিবারকে ফাকি দিয়ে বাজে বন্ধুর সাথে আড্ডা দেবার অভয়ারণ্য হয়ে উঠেছে হিরন স্কয়ার। অবাধে ঘুরে বেড়াচ্ছে স্কুল- কলেজ পড়ুয়া উঠতি বয়সের ছেলে-মেয়েরা।

আসমা বেগম নামের এক অভিভাবক বলেন, মানুষ এটার সুফল সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মেয়র থাকা কালিন অবস্থায় পেলেও শেষ সময়ে তার ধারাবাহিকতা ভেঙ্গে পড়েছে। নগরীর ব্যস্ততম শহরের মানুষ গুলোর পরিবারের সদস্যদের নিয়ে এখানে সময় কাটানোর ইচ্ছে থাকলেও তা হয়ে উঠছেনা।

একাধিক শিক্ষার্থী বলেন, বিকেল হলেই ২০/২৫ জন বখাটে ছেলেদের পাবলিক প্লেসে ধুমপান-মাদক সেবন করা উৎশৃঙ্খল ভাবে চলা , বাজে ভাষায় এখানে অবসর সময়ে ঘুরতে আসা শিক্ষার্থীদের ইভটিজিং করাই হলো কাজ। তারা বিশেষ কোন রাজনৈতিক ছত্রছায়ায় এমনটা করছে বলে জানান।


নগরবাসীর দাবি করেন, প্রয়াত মেয়র শওকত হোসেন হিরন তৈরি পাবলিক স্কয়ার (বর্তমান হিরন স্কয়ার)সহ মুক্তিযোদ্ধা পার্ক, বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক) এখন সামাজিক পরিবেশ হারিয়েছে। এখন কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের অভিভাবকের গলার কাটা হয়ে দাড়িয়েছে স্থানগুলো। হিরন স্কয়ার সহ বরিশালের সকল পাবলিক প্লেস গুলো পুনরায় প্রশাসনের হস্তক্ষেপে সাধারন মানুষের পরিবারের সাথে সময় কাটানোর একটি পরিবেশ তৈরি করা হোক।

 

 

Auto House

Leave A Reply

Your email address will not be published.