Take a fresh look at your lifestyle.

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৭২৭ জন পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার: বরিশালে এইচএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের পরীক্ষায় অংশ নেননি ৭২৭ পরীক্ষার্থী। ২০২৪ সালের এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী সংখ্যা ছিলো ৬১ হাজার ১৫৩ জন। কিন্তু কেন্দ্রে উপস্থিত হয়েছে ৬০ হাজার ৪২৬ জন।

অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা শতকরা ১.১৯ ভাগ। এ পরীক্ষায় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রোববার বিকেলে বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, ২০২৪ সালে বরিশাল বোর্ডের ১৩৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৩ সালে এ কেন্দ্রের সংখ্যা ছিলো ১৩১টি। এ বছর পরীক্ষার্থী সংখ্যা ৬১ হাজার ১৫৩ জন, যা গত বছর ছিলো ৬৪ হাজার ৫৭১ জন। এ বছর অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৭২৭ জন, যা গত বছর ছিলো ৩৮০ জন। কোন পরিদর্শককে বহিষ্কারের কোন ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.