Take a fresh look at your lifestyle.

এবার বরিশালে বাকসু নির্বাচনের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দ্রুত নির্বাচন কমিশন গঠন, বাকসুর গঠনতন্ত্র সংশোধন এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে সরকারি ব্রজমোহন কলেজ শিক্ষার্থীদের মতবিনিময় সভা।

নিজস্ব প্রতিবেদক : বরিশালের সরকারি ব্রজমোহন কলেজ ছাত্র সংসদ (বাকসুর) দ্রুত নির্বাচনের দাবিতে মতবিনিময় সভা করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলেজ ক্যাফেটেরিয়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীরা দ্রুত নির্বাচন কমিশন গঠন, বাকসুর গঠনতন্ত্র সংশোধন এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। সভায় সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাও অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, মো. কামরুল ইসলাম, মো. হাসনাইনসহ প্রমুখ।

শিক্ষার্থীরা অভিযোগ জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীদের অধিকার চর্চার সুযোগ সংকুচিত হয়েছে। ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখন আশা করছেন, দ্রুত নির্বাচন হলে বাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হবে।

এ সময় দ্রুত নির্বাচনের তফসিল ঘোষনা, পূর্ণাঙ্গ রোডম্যাপ ও নির্বাচনের দাবি জানানিয়ে শিক্ষার্থীরা বলেন, ছোট অথবা বড় যেকোন সমস্যা সামাধানে তাদের একমাত্র পথ হয়ে দাড়িয়েছে আন্দোলন। ফলে ২২টি বিষয়ে অধ্যয়নরত প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর একাডেমিক ক্ষতির পাশাপাশি পড়তে হচ্ছে দুর্ভোগে। তবে ডাকসু নির্বাচন শুরু হওয়ায় নতুন করে ভাবছে শিক্ষার্থীরা। কলেজ প্রশাসনকে শিক্ষার্থীদের সমস্যাগুলো জানানো ও সেগুলো দ্রুত সমাধানে ছাত্র সংসদ নির্বাচন এখন সময়ের দাবিতে পরিনত হয়েছে।

Auto House

Leave A Reply

Your email address will not be published.