Take a fresh look at your lifestyle.

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

নিজস্ব প্রতিবেদক:

৪৬

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বরিশালে পৃথক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নগরীর পুলিশ লাইন্স থেকে শনিবার সকালে মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের পৃথক র‌্যালি বের হয়। পরে মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, রক্তদান কর্মসূচি, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এছাড়া জেলা ও কমিউনিটি পুলিশের ফোরাম পুলিশ লাইন্সের ড্রিল শেডে আলোচনা সভা করেন।

মেট্রোপলিটন পুলিশের সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। পুলিশ কমিশনার সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. মো. সাদেকুল আরেফিন ও বিভাগীয় কমিশনার আমিন উল আহসান। আরও উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ কেএম রাশেদুজ্জামান রাজা, বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল, বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম জাহাঙ্গীর, র‌্যাব-৮ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুর হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) সঞ্জয় কুমার কুন্ডু, কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি স.ম. ইমামুল হাকিম, বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া,সনাক সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা, বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন প্রমুখ।

জেলা পুলিশের সভায় প্রধান অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান। জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বরিশাল কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি এসএম ইকবাল ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক (বীর প্রতীক), বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ।

দুই সভায় বক্তারা প্রায় একই সুরে বলেন, সমাজের অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পুলিশী ভীতি দূর করে পুলিশ জনগণের বন্ধুতে রূপান্তর হয়েছে। সমাজ গঠনে প্রত্যেক সুনাগরিককে কমিউনিটি পুলিশিংয়ের সদস্য হিসেবে প্রতিবাদ করতে হবে। এর মাধ্যমে কমিউনিটিকে নিরাপদ রাখতে হবে, নয়তো একদিন নিজেরাও বিপদগ্রস্ত হতে পারি। এজন্যই কমিউনিটি পুলিশিংয়ের এই কার্যক্রম আরও বেগবান করতে কাজ চালিয়ে যাচ্ছি।

Auto House

Leave A Reply

Your email address will not be published.