Take a fresh look at your lifestyle.

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ববিতে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ এবং সারাদেশে ধারাবাহিকভাবে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা-নির্যাতনের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সংবাদকর্মীরা।

শনিবার (৯ আগস্ট) বিকেলে ববি প্রেস ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় সাংবাদিক নেতারা, সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এসময় বক্তৃতা দেন, ববি প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংবাদিক আবু উবাইদা, মৃত্যুঞ্জয় রায় প্রমুখ।

এসময় ববি শিক্ষার্থী ও সাংবাদিক মৃত্যুঞ্জয় রায় বলেন, সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলা, হত্যা, হুমকি ও হয়রানি চরম পর্যায়ে পৌঁছেছে। সংবাদকর্মীরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জীবনবাজি রাখছেন। অথচ অধিকাংশ হত্যাকারী ও হামলাকারী আইনের বাইরে থেকে যাচ্ছে। এটি শুধু গণতন্ত্র নয়, বাকস্বাধীনতার ওপরও ভয়ংকর আঘাত।

অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে আবু উবাইদা বলেন, ‘যদি আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণে রাখতে না পারেন, তবে ক্ষমতা ছেড়ে দিন। রাজনৈতিক ও প্রভাবমুক্ত স্বাধীন গণমাধ্যম চাই। তা না হলে রাজপথের এই আন্দোলন আরও বিস্ফোরক হবে।

Auto House

Leave A Reply

Your email address will not be published.