Take a fresh look at your lifestyle.

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরিশালের সকল রুটে নৌযান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদকঃ
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরিশালের সকল রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। বৈরি আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে ২৬এপ্রিল, রোববার সকাল থেকে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।

ভোলা থেকে চিকিৎসার কাজে বরিশাল আসা রহিমা বেগম বলেন, গত দুই দিন আগে বরিশাল এসেছিলাম। কাজ শেষে রোববার বাড়িতে ফেরার কথা থাকলেও লঞ্চ চলাচল বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। বাধ্য হয়ে এখন বরিশালে আশ্রয় নিয়েছি।

বিআইডব্লিউটিএ-এর উপ-পরিচালক ও বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক বশির আহমেদ বিকেলে বলেন, পায়রা সমুদ্র বন্দর ও বরিশাল নদী বন্দরকে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বরিশালে দিনভর ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে গেছে। ঘূর্ণিঝড়ের সময় স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮-১২ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে।#

Leave A Reply

Your email address will not be published.