Take a fresh look at your lifestyle.

জঙ্গি ছিনতাই-বরিশালে আদালত প্রাঙ্গণ সহ নগরীতে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক:

সারা দেশের ন্যায় বরিশাল আদালত প্রাঙ্গনসহ নগরীর গুরুত্বপূর্ন স্থানে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সোমবার সকাল থেকে বরিশাল আদালত প্রাঙ্গনের প্রধান ফটকসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহলের পাশাপাশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি করতে দেখা গেছে।

আদালত প্রাঙ্গনে আসা রাসেল হোসেন জানান, সকালে ঢোকার সময় আমার সাথে থাকা ব্যাগ ও আমার শরীরে তল্লাশি করে পুলিশ। শুধু আমি না যারাই ঢুকছে তাদের সকলকেই তল্লাশি করে ঢোকানো হচ্ছে।

মোটরসাইকেল চালক মাইনুল ইসলাম জানান, গাড়ি নিয়ে মেডিক্যালে যাওয়ার পথে কাকলির মোড়ে দার করিয়ে তল্লাশি করা হয় আমাকে। আগে এভাবে করতো না কিন্তু হঠাৎ করে আজকে এমনটা করলো।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানায়, ইতিমধ্যে আমরা আদালত প্রাঙ্গনসহ নগরীতে নিরাপত্তা জোরদার করেছি যাতে করে কোন আসামী পালাতে না পারে এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

পাশাপাশি আদালতের কিছু গুরত্বপূর্ণ জায়গায় সকলকে ঢোকা ও বাহির হওয়ার সময় নিরাপত্তা কঠোর রাখা হয়েছে। আমাদের আইনগত যে নিয়ম রয়েছে অর্থাৎ থানা বা জেলখানা থেকে আসামি আনা নেয়া সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.