Take a fresh look at your lifestyle.

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান বরিশালের হুমায়ুন কবির

৫১

বাংলা টাইমস্ ডেস্কঃ
রাস্তাঘাট নির্মাণসহ নাগরিক সেবা নিশ্চিতের মূল্যায়নে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান হয়েছেন বরিশালের হুমায়ুন কবির।

শুক্রবার রাতে ঢাকার একটি অভিজাত হোটেলে গ্লোবাল স্টার কমিউনিকেশনের উদ্যোগে তাকে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। এসময় তাকে শ্রেষ্ঠ চেয়ারম্যানের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।

তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১৪ নম্বর নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান। তার ইউনিয়নে নাগরিক সেবা নিশ্চিতের পাশাপাশি প্রায় দুইশত রাস্তাঘাট নির্মাণ করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। আরও উপস্থিত ছিলেন, সাবেক তথ্য সচিব ও বিটিআরসি চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ প্রমুখ।

চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, আমি চেয়ারম্যান হয়েছি সাধারণ মানুষের জন্য। তাই যতদিন বাঁচবো সাধারণ মানুষের জন্য কাজ করে যাবো।

Leave A Reply

Your email address will not be published.