Take a fresh look at your lifestyle.

জাতীয় যুব দিবসে বরিশালে লাকুটিয়া খাল পরিস্কার অভিযান

৩৭

নিজস্ব প্রতিবেদকঃ “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই স্লোগান নিয়ে বরিশালে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।

বরিশাল জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১ নভেম্বর, শুক্রবার সকাল ৯ টায়  পশ্চিম কাউনিয়া খান বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণ জাতীয় যুব দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও লাকুটিয়া খাল পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক  মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ ইলিয়াছ শরীফ,বরিশাল সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী;বরিশাল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলাউল হাসান; বরিশাল যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক মোঃ শামীম চৌধুরী। বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও যুব উদ্যোক্তরা এসময় উপস্থিত ছিলেন।

আগত অতিথিরা যুব দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্যে রাখেন। পরে দিবসটি উপলক্ষ্যে যুব উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের আওতায় ৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। যুব দিবসের জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলার লাকুটিয়া খাল পরিস্কার অভিযান পরিচালনা করা হয়।

এসময় সকল অতিথিরা, বরিশাল সিটি কর্পোরেশন, বিডি ক্লিন বরিশাল ও বিভিন্ন যুব সংগঠনের সদস্যরা পরিস্কার অভিযানে অংশগ্রহণ করেন। ১৫ দিন ব্যাপী লাকুটিয়া খাল পরিস্কার অভিযান চলমান থাকবে।

Auto House

Leave A Reply

Your email address will not be published.