Take a fresh look at your lifestyle.

জুলাই অভ্যুত্থানের সুযোগ নিয়ে আরেকটি দল উগ্রপন্থী হওয়ার চেষ্টা করছে-জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদকঃ গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বকারী জোনায়েদ সাকি বলেন, অভ্যুত্থানের সুযোগ নিয়ে আরেকটি দল উগ্রপন্থী হওয়ার চেষ্টা করছে। একটি দল মনে করছে অভ্যুত্থানকে পুঁজি করে শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের যে লড়াই, সেটাকে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবে। তারা নিজেরা ক্ষমতায় যেতে চায় এবং বাংলাদেশে একটি পাল্টা তাদের কর্তৃত্ব কায়েম করতে চায়।

শনিবার বিকেল বরিশাল নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলে গণসংহতি আন্দোলন দ্বিতীয় জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি আরও বলেন, কেউ যদি আবার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায় মানুষ সেটা মানবে না। এর জন্য আমাদের সংগঠিত হতে হবে। অধিকার, মানবিক মর্যাদার জন্য গঠিত হতে হবে।

তিনি বলেন, অভ্যুত্থানের পরে আমরা বলেছি, এই দেশে জুলাই অভ্যুত্থানে হত্যার বিচার, প্রয়োজনীয় সংস্কার, নির্বাচন হচ্ছে আমাদের গণতান্ত্রিক উচ্চারণের এখনকার কর্তব্য। বিচার করতেই হবে, যারা অভ্যুত্থানে হত্যা করেছে, যেসব দল এসব হত্যার দায়ে যুক্ত, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, ব্যক্তিদেরকে বিচারের আওতায় আনতে হবে। ন্যায় বিচার না হলে এই দেশে গণতন্ত্র কায়েম করা যাবে না।

সাকি আরও বলেন, পতিত ফ্যাসিস্টরা তাদের দেশি-বিদেশি দোসরসহ ভারতীয় আধিপত্যবাদীরা ষড়যন্ত্র করছে, কিভাবে এই অভ্যুত্থানকে ধ্বংস করে দেওয়া যায়। রাজনৈতিক অনেকগুলো শক্তির আমরা একত্রিত আছি। আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের মতের পার্থক্য থাকতে পারে। আমাদের বিভিন্ন দলের মতের পার্থক্যের মীমাংসা করবে জনগণ। আগামী নির্বাচনে জনগণ এই পার্থক্য করবে।

যতটুকু ঐকমত্য হচ্ছে সেই ঐক্যমত্যের গ্যারান্টি চেয়ে তিনি বলেন, আমরা সেটা সমর্থন করেছি। আগামী জনপ্রতিনিধিরা ঐক্যমত যাতে বাস্তবায়ন করতে বাধ্য থাকে তার একটা আইডিয়া বাধ্যবাধকতা তৈরি করতে হবে। যারা সংসদে বসে সংস্কার করবে তার টেকসই হওয়ার গ্যারান্টি আমরা চাই।

সংগঠনের বরিশাল জেলা সমন্বয়কারী দেওয়ান আব্দুর রশিদ নীলুর সভাপতিত্বে ও জেলার সম্পাদক মন্ডলির সদস্য সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় আরও বক্তৃতা দেন, কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলির সদস্য বাচ্চু ভূঁইয়া, বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক আরিফুর রহমান মিরাজ, বাংলাদেশ কৃষক মজুর সংহতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, বাংলাদেশ যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহিদ সুজন, ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা রহমান বিথী প্রমুখ।

সম্মেলনের শেষে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার কমিটি ঘোষণা করেন জেলা কমিটির সাবেক ও বর্তমান সমন্বয়কারী দেওয়ান আব্দুর রশিদ নীলু। এরপর সন্ধ্যায় জোনায়েদ সাকির নেতৃত্বে নগরীর সদর রোডে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Auto House

Leave A Reply

Your email address will not be published.