Take a fresh look at your lifestyle.

জুলাই যোদ্ধা মোশারফ হোসেন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

৭১

মাজারুল ইসলাম,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় শুরু হয়েছে জুলাই যোদ্ধা মোশারফ হোসেন ফুটসাল ফুটবল টুর্নামেন্ট। বুধবার বিকেলে উপজেলার বিএম কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

ওয়ারিয়র্স অফ জুলাই’র লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব ও রংপুর বিভাগীয় সমন্বয়কারী মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিঙ্গিমারী ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন এবং প্রধান পৃষ্ঠপোষক ছিলেন হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম মিঠুল।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সুমন মিয়া, ইসলামি আন্দোলন বাংলাদেশ’র উপজেলা সেক্রেটারি মেহেরুল ইসলাম, সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আলিফ, সিঙ্গিমারী ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Auto House

Leave A Reply

Your email address will not be published.