Take a fresh look at your lifestyle.

টিসিবির তেল বাইরে বিক্রি: ৪০ হাজার টাকা জরিমানা!

৩১

স্টাফ রিপোর্টার : বরিশালে টিসিবির গ্রাহকদের জন্য নির্ধারিত বিভিন্ন ব্রান্ডের ৫১ লিটার সয়াবিন তেলের বোতলের সিল তুলে বাইরে অতিরিক্ত দামে বিক্রির চেষ্টাকালে এক ডিলারকে হাতেনাতে ধরেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেইসঙ্গে ওই ৫১ লিটার তেল জব্দের পাশাপাশি ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

 

জানা গেছে, তেলের বোতলগুলো বিক্রির কথা ছিল টিসিবির কার্ডধারি গ্রাহকদের মধ্যে। কিন্তু সেই তেল গ্রাহকদের না দিয়ে উল্টো টিসিবির সিল তুলে প্রস্তুত করা হয় বেশি দামে বিক্রির জন্য।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরের বিএম কলেজ এলাকার টিপু এন্টারপ্রাইজে সেখানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন ব্রান্ডের বোতলজাত ৫১ লিটার সয়াবিন তেল টিসিবির সিল কাটা অবস্থায় উদ্ধার করা হয়।

অভিযুক্ত দোকান মালিক ও টিসিবির ডিলার আরিফুর রহমান জানান, নগরের ২০ নম্বর ওয়ার্ডের টিসিবির ডিলার তিনি। যে তেলের বোতলগুলো বিক্রি হয়নি সেগুলোর সিল ভুল বসত কেটেছে তার কর্মচারী। বাইরে বেশিদামে বিক্রির জন্য এমন কাণ্ড ঘটানো হয়নি বলেও দাবি তার।

এদিকে টিসিবির পণ্য নিয়ে ডিলারদের এমন কাণ্ডে ক্ষুব্ধ গ্রাহকরা। বাজার মনিটরিং বাড়ানোর দাবি তাদের।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানান, অতিরিক্ত মুনাফা আশায় এমন কাণ্ড ঘটিয়েছে দোকানদার। বিভিন্ন ব্রান্ডের ৫১ লিটার সয়াবিন তেল জব্দের পাশাপাশি ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া টিসিবির সঙ্গে কথা বলে ডিলারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান এ কর্মকর্তা।

উল্লেখ্য, বরিশাল নগরীতে টিসিবির ডিলার আছে ১১১ জন। এসব ডিলারদের মাধ্যমে প্রতি মাসে প্রায় ৯০ হাজার কার্ডধারি গ্রাহককে বিভিন্ন পণ্য বিক্রি করা হয়।

Auto House

Leave A Reply

Your email address will not be published.