Take a fresh look at your lifestyle.

টি-টোয়েন্টি সিরিজে ওপেনিংয়ে পরিবর্তনের ইঙ্গিত-মাহমুদউল্লাহ রিয়াদ

অনলাইন ডেস্ক:

১৪৬

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভরাডুবির পর শনিবার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ডোমিনিকায় শুরু হবে প্রথম ম্যাচ। আর শুরুর ম্যাচেই ওপেনিংয়ে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশের ব্যাটাররা ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে বরাবরই হতাশ করেছেন। প্রায় প্রতি ম্যাচে তাদের ব্যর্থতা ছিটকে দিচ্ছে দলকে। সেটি কাটিয়ে উঠতে কিছুদিন ধরে পরীক্ষা-নিরীক্ষা করছে টিম ম্যানেজমেন্ট। তার অংশ হিসেবে টি-টোয়েন্টিতে দেখা যেতে পারে নতুন ওপেনিং জুটিও। শনিবার মুনিম শাহরিয়ারের সঙ্গী হিসেবে

দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে।পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘মুনিম এখনও দলে নতুন। বিজয় অনেকদিন পর আসলো। ওদেরকে ভালো সময় দিতে হবে। ওরা যেন নিশ্চিন্তে খেলতে পারে এই নিশ্চয়তা দেওয়া টিম ম্যানেজমেন্ট ও আমার দায়িত্ব। সঠিকভাবে যেন সুযোগ পায়, এটা নিশ্চিত করা জরুরি।’

শুধু তাই নয়, তাদের যথেষ্ট সময় দিয়েই প্রস্তুত করতে চান মাহমুদউল্লাহ, ‘আমার তরফ থেকে আমি এটা চেষ্টা করবো। ঠিকভাবে সুযোগ পেয়ে যেন ওরা নিজেদের গেমটা খেলতে পারে। আশা করি, ওরা সুযোগ পাবে ও ভালো করবে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে দারুণ খেলে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছিলেন মুনিম। দুই ম্যাচে অবশ্য ২১ রানের বেশি করতে পারেননি। মুনিমের জন্য এই সিরিজটিও চ্যালেঞ্জিং। অন্যদিক ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো খেলে জাতীয় দলে সুযোগ পেয়েছেন এনামুল। নিজের প্রত্যবর্তন সিরিজে টেস্টে খারাপ খেললেও কুড়ি ওভারে ক্রিকেটে তাকে নিয়ে আশাবাদী মাহমুদউল্লাহ। এনামুল ৭ বছর আগে ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন। ১৩ ম্যাচে ৩২.২৭ গড়ে করেছেন ৩৫৫ রান।

মুনিম-এনামুল যদি ওপেনিং করেন, তাহলে ব্যাটিং অর্ডারেও আসতে পারে পরিবর্তন। লিটন দাসকে নামতে হতে পারে তিন নম্বরে। এছাড়া মুশফিকুর রহিম না থাকায় তার পরিবর্তে দেখা যেতে পারে নুরুল হাসান সোহানকে।

এখন সব মিলে তরুণদের তৈরি হতে বেশি বেশি সুযোগ দিতে চান অধিনায়ক, ‘হোম কন্ডিশনে আমরা অনেক বেশি ধারাবাহিক। অ্যাওয়ে ম্যাচে উন্নতির ঘাটতি এখনও আছে। এখানে আরও ভালো হতে হবে- এটা আমি স্বীকার করি। বেশ কয়েকজন খেলোয়াড় আছে যারা তরুণ, অনভিজ্ঞ। ওদেরকে সময় দিতে হবে। বিশ্বকাপের আগে আমরা আরও ১০-১২টি ম্যাচ খেলবো। ওরা সুযোগ কাজে লাগাতে পারলে ওদের জন্যও ভালো, দলের জন্যও ভালো।’

Auto House

Leave A Reply

Your email address will not be published.