স্টাফ রিপোর্টার: বরিশালে নগরীর গৃহবধূ তিন্নি আক্তার (২১) হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
১১ মার্চ,মঙ্গলবার সকাল ১১ টায় নগরির অশ্বিনী কুমার টাউন হল চত্বরে কাউনিয়া ব্রাঞ্চ রোডের এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তিন্নির ভাই নাইম হোসেন জানায়, গত ২০ ফেব্রুয়ারী ঝালকাঠির র্কীত্তিপাশা ,রুনসী তার নিজ শ্বশুর বাড়িতে আমার বোনকে হত্যা করে তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। তারা বিগত দিনেও আমার বোনকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে। বহুবার যৌতুকের টাকাসহ বিভিন্ন অন্যায় আবদার করে তাকে নির্যাতন করে বরিশাল পাঠিয়ে দিয়েছে । আমরা বিভিন্নভাবে সালিশ দরবার করে তাকে শ্বশুরবাড়ি দিয়ে আসি। আমার বোনের শরীরে বিভিন্ন স্থানে শারীরিক নির্যাতনের আলামত দেখে আমরা হত্যা দাবি করলেও পুলিশ আসামিদের পক্ষ নিয়ে আত্মহত্যা বলে চালাচ্ছে । তারা বলছে আসামিদের খোঁজ পাওয়া যাচ্ছে না। অথচ আমরা খবর পেলাম আসামিরা নিজ এলাকাতেই বুক ফুলিয়ে চলাফেরা করছে।
বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী বলেন, বর্তমান সময়ে পুলিশ আলামত দেখার পরও তিন্নির হত্যাকারীরা এলাকায় বুক ফুলিয়ে চলাফেরা করতে দিচ্ছে। এমন আচরণ মানুষকে আইনের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলবে ৷ আজ ঘরে বাইরে এতো নারী নির্যাতন বেড়ে যাওয়ার কারণই হচ্ছে একমাত্র প্রশাসনের নিরবতা। একটি সুন্দর সংসারের স্বপ্ন নিয়ে ঝালকাঠির র্কীত্তিপাশা নিজ শ্বশুরবাড়ি গিয়েছিল তিন্নি। যৌতুকের মত ঘৃণ্য আবদারের কাছে তার স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। ঝালকাঠি থানা ওসি এর সুষ্ঠু তদন্ত না করেই হত্যাকারীদের পক্ষ নিয়ে তিন্নি হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে। পরিবার থেকে হত্যা মামলা দিলেও আসামিদের এখনো গ্রেফতার করা হয়নি।
আমাদের দাবি মামলার আসামিদের গ্রেফতার করে সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় আনতে হবে। একজন গৃহবধূ কীভাবে মৃত্যুবরণ করলো তার তদন্ত না করেই আত্মহত্যা বলে চালিয়ে দিতে চান তাহলে অন্যায়ের পক্ষে কথা বলা হলো। আমরা ন্যায়ের পক্ষে থেকে অপরাধীদের শাস্তি দেখতে চাই।