Take a fresh look at your lifestyle.

দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কিছু ঘটনা হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৩

অনলাইন ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে জঙ্গিবাদের উত্থানের মতো কোন কিছুই হয়নি।

২ এপ্রিল,বুধবার রাজধানীর খিলক্ষেত, বাড্ডা, ভাটারাসহ বিভিন্ন থানায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোন পত্রিকা কি বলে- তা নিয়ে কোন মন্তব্য করতে চাই না। তবে দেশে জঙ্গি বাদ নিয়ে তিনি কোনও উদ্বেগ দেখছি না।

তিনি বলেন, ৫ আগস্টের পর প্রথমে সরকার ছিলো না, তবে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এখন সবাই একত্রে চেষ্টা করছে। আমাদের নিরাপত্তা বাহিনী নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এই উন্নতি অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, এজহারে অনেকের নাম এসেছে, তবে এমন অনেকেই রয়েছে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং সে সময় বিদেশে ছিলেন। আমরা প্রপার তদন্ত করছি এবং নির্দোষ কোনও ব্যক্তিকে সাজা দেওয়া হবে না।

Auto House

Leave A Reply

Your email address will not be published.