Take a fresh look at your lifestyle.

দৈনিক সংগ্রামের সাংবাদিক মরহুম খলিলের জন্য দোয়া অনুষ্ঠিত

১৪

নিজস্ব প্রতিবেদক: দৈনিক সংগ্রাম এর বাকেরগঞ্জ প্রতিনিধি ও বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সহ-সভাপতি মরহুম সাংবাদিক হাফেজ খলিলুর রহমানের রূহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৯ জানুয়ারী শুক্রবার আসরবাদ সংগঠনের কার্যালয়ে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ।

এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক বর্তমান’র বরিশাল ব্যুরো চিফ মোঃ মামুন-অর-রশিদ। সভাপতিত্ব করেন বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি ওয়াছেপ উদ্দিন আহমেদ (দিপু তালুকদার)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের আইন উপদেষ্টা অ্যাডভোকে মনির হোসেন খান এবং ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মোঃ শাহাবুদ্দিন। দোয়া মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি মাওলানা আবুল কাসেম।

এছাড়া উপস্থিত ছিলেন মরহুম খলিলুর রহমানের সহযোদ্ধা বাকেরগঞ্জের সাংবাদিক বিএম রেজাউল, বরিশাল বাণীর বার্তা সম্পাদক এম সাইফুল, ভোরের আকাশ’র সাংবাদিক মাসুদ রানা, ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ আরিফ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার এনামুল হক রানা সহ প্রায় অর্ধশাতধিক সদস্য উপস্থিত ছিলেন। এ সময় দৈনিক শাহনামার ফটো সাংবাদিক আশ্রাফ সুমনের সুস্থাতা কামনায়ও দোয়া করা হয়।

দোয়া মোনাজাতের পূর্বে মরহুম সাংবাদিক খলিলুর রহমানকে স্মৃতিচারণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, হাফেজ মো. খলিলুর রহমান সাংবাদিকতা অঙ্গনে একজন পরিচিত ও সম্মানিত মুখ ছিলেন। স্থানীয় সংবাদ সংগ্রহ ও জনস্বার্থে দায়িত্বশীল ভূমিকার জন্য তিনি সহকর্মী ও পাঠকদের কাছে সমাদৃত ছিলেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সভায় বাকেরগঞ্জ কলসকাঠীতে থাকা তার পরিবারের পাশে সার্বিক সহযোগিতা নিয়ে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, হাফেজ খলিলুর রহমান গত ২৪ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তার মৃত্যু হয়।

Auto House

Leave A Reply

Your email address will not be published.