Take a fresh look at your lifestyle.

ধর্ষণ মামলায় গ্রেফতার স্টীমারঘাট পু‌লিশ ফাঁ‌ড়ির ইনচা‌র্জ আবুল বাশার‌

নিজস্ব প্রতিবেদক:

১১০

ব‌রিশা‌লে মামলার বিষ‌য়ে আলাপকা‌লে হো‌টে‌লে নি‌য়ে এক নারী‌কে ধর্ষণের অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে ব‌রিশাল কোতয়‌ালী ম‌ডেল থানার স্টীমারঘাট পু‌লিশ ফাঁ‌ড়ি ইনচা‌র্জের বিরু‌দ্ধে।

এই ঘটনায় মামলা দা‌য়ে‌রের পর ফাঁ‌ড়ি ইনচার্জ উপ প‌রিদর্শক আবুল বাশার‌কে গ্রেপ্তার ক‌রে আদাল‌তে প্রেরন ক‌রে‌ছে পু‌লিশ।

গ্রেপ্তার আবুল বাশার বা‌কেরগঞ্জ উপ‌জেলার বিহারীপুর এলাকার বা‌সিন্দা এবং মামলা দা‌য়েরকা‌রি ও ভুক্ত‌ভোগী ব‌রিশা‌ল মে‌ট্রোপ‌লিটন এয়ার‌পোর্ট থানাধীন কা‌শিপু‌রের ইছাকা‌ঠি এলাকার বা‌সিন্দা।

ব‌রিশাল কোতয়ালী ম‌ডেল থানার ও‌সি আ‌জিমুল ক‌রিম ব‌লেন, উপ প‌রিদর্শক আবুল বাশা‌রের বিরু‌দ্ধে ধর্ষণ মামলা দা‌য়ের ক‌রে‌ছেন এক নারী। এই ঘটনায় তা‌কে গ্রেপ্তার ক‌রে আদাল‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

মামলার এজাহার সূ‌ত্রে জানা গে‌ছে, ৫ অ‌ক্টোবর উপ প‌রিদর্শক আবুল বাশা‌রের সা‌থে এক‌টি অ‌ভি‌যো‌গের বিষ‌য়ে আলাপকা‌লে প‌রিচয় হয় বাদীর। তখন মোবাইল নম্বর আদান প্রদান হয় দুজ‌নের ম‌ধ্যে। ১৩ অ‌ক্টোবর অন‌্য এক‌টি মামলার বিষ‌য়ে কথা বল‌তে আবুল বাশার‌কে ফোন ক‌রেন বাদী। তখন বাদীর অবস্থান জান‌তে চায় আবুল বাশার। বাদী তার অবস্থান জানা‌লে সেখা‌নে উপ প‌রিদর্শক আবুল বাশার আ‌সে। আবুল বাশার তখন তার অ‌ফি‌সিয়ালী রু‌মে ব‌সে কথা বলার জন‌্য বলেন। এরপর ভুক্ত‌ভোগী বাদী‌কে অ‌ফি‌সিয়াল রু‌মের কথা ব‌লে বিকা‌ল ৪টার দি‌কে নগরীর প‌্যারারা রো‌ডের এক‌টি হো‌টে‌লে নি‌য়ে যায়। ওই হো‌টে‌লের ২০৪ নম্বর ক‌ক্ষে কথা বলার একপর্যা‌য়ে উপ প‌রিদর্শক আবুল বাশার ওই নারী‌কে জোড়পূর্বক ধর্ষণ ক‌রে। প‌রে বিকাল ৫টার দি‌কে হো‌টেল থে‌কে বের হ‌য়ে যায় ওই নারী ভুক্ত‌ভোগী।

এ‌দি‌কে স্টীমার ঘাট পু‌লিশ ফাঁ‌ড়ি ইনচার্জ আবুল বাশা‌রের বিরু‌দ্ধে ওই এলাকায় চাঁদাবাজীর অ‌ভি‌যোগ ছি‌লো এলাকাবাসীর। পাশাপা‌শি সে মহানগর গো‌য়েন্দা পু‌লি‌শে কর্মরত অবস্থায় সাংবা‌দিক নির্যাত‌নের ঘটনায় সাম‌য়িক বরখাস্তও হ‌য়েছি‌লেন।

Auto House

Leave A Reply

Your email address will not be published.