স্টাফ রিপোর্টার: বরিশাল নগরীর কাউনিয়া থানা সড়ক বাসিন্দা সুরুজ গাজী (৩৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। একই ঘটনায় সাথে থাকা নয়ন হাওলাদার (৩২) নামের যুবককে কুপিয়ে গুরুত্বর জখম করা হয়।
আজ রোববার (২ মার্চ) সন্ধ্যা ৭টায় নগরীর কাউনিয়া শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
নিহত সুরুজ গাজী (৩৩) কাউনিয়া হাউজিং এলাকার কাঞ্চন গাজীর ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কাউনিয়া শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে বসে সুরুজ গাজী ও শাহিন হাওলাদারের মধ্যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এ সময় অভিযুক্ত শাহিন হাওলাদারের স্ত্রী ও দু্ই ছেলে দেশীয় অস্ত্র নিয়ে সুরুজের উপর আক্রমন করে। এতে সুরুজ ও নয়ন গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই সুরুজের মৃত্যু হয় এবং নয়নকে গুরুত্বর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এদিকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় ক্ষুব্দ জনতা অভিযুক্ত শাহিন হাওলাদারের বাড়িতে আগুন দেয়। খবর পাবার সাথে সাথে ফায়ার সার্ভিসের একটি টিম ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে অভিযুক্তদের বাড়িতে দেয়া আগুন ফায়ার সার্ভিসের একটি টিম ঘন্টাব্যাপী চেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এ বিষয় আইনি বব্যস্থা গ্রহন করা হবে।