Take a fresh look at your lifestyle.

নগরীর কাউনিয়াতে একটি রুম থেকে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর কাউনিয়া এলাকা থেকে শিশু কণ্যা ও বাবার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারনা পারিবারিক কলহের জেরে সন্তানকে হত্যার পরে আত্মহত্যা করতে পারে বাবা। তবে বিষয়টি তদন্ত করে বলা যাবে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধত্বন কর্মকর্তারা।

 

নিহতরা হলেন, নাঈম হাওলাদার ও তাঁর সাড়ে ৫ বছরের মেয়ে রাবেয়া রসরী রোজা। তারা বরিশাল নগরীর কাউনিয়া পানির ট্যাংকি এলাকার স্বপ্ন বিলাশ বাড়ির চতুর্থ তলার ভাড়াটিয়া ছিলেন।

 

বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে পুলিশ তাদের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবারের স্বজনরা জানিয়েছে, নাঈম হাওলাদারের স্ত্রী অনা আক্তারের সাথে ডিফোর্স হয়। এর পর থেকে অনা তার মেয়ে রোজাকে নিজের কাছে নিতে স্বামীকে চাপ দেয়। এনিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ ছিল। আর নাঈম মানসিকভাবে বিকারগ্রস্থ ছিল। আজ বুধবার সকালে বাসার একটি রুমে তাদের গলাকাটা মরদেহ দেখতে পায় স্বজনরা। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে বটি ছিল। ধারনা করা হচ্ছে বটি দিয়ে প্রথমে মেয়ে রোজাকে গলাকেটে ও পরে নিজে নিজের গলাকেটে আত্মহত্যা করেছে।

 

পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে এঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে বলা যাবে। ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি কাজ করছে।

 

Leave A Reply

Your email address will not be published.