নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালে নারী ও পরিবেশের জন্য নৌ পরিবহণ কর্তৃপক্ষ ও লঞ্চ মালিকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা হয়েছে।
রোববার সকালে নগরীর একটি মিলনায়তনে এ সভা হয়। ইকোমেন প্রকল্পের আওতায় আয়োজন করে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, সহযোগিতা করেছে বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস)।
এসময় উপস্থিত ছিলেন, বরিশাল লঞ্চ মালিক সমিতির সভাপতি আজিজুল হক আক্কাস, বরিশাল নৌযান ফেডারেশনের সভাপতি হাসেম আলী, বিভাগীয় পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক আনজুমান নেসা, বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ আলী, বিআইডব্লিউটিএ বরিশালের কর্মকর্তা জুলফিকার আলি, বেলা বরিশালের কর্মকর্তা লিংকন বায়ান, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের প্রোগ্রাম এন্ড পার্টনারশীপ কোর্ডিনেটর আরিফুর রহমান শুভ, ইকোমেনের প্রোগ্রাম ম্যানেজার ময়ূরী আক্তার টুম্পা প্রমুখ।
বক্তারা বলেন, বরিশালে নদীগুলোতে দিন দিন দূষণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। যার ফলে নদীর পানি দূষিত হচ্ছে এবং এই পানি ব্যবহারে নদীর তীরবর্তী মানুষ এবং মৎস্যকূল, প্রাণিকূল ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমাদের প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হবে। পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে।#