Take a fresh look at your lifestyle.

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল চেয়ে বরিশালে হেফাজতে ইসলামের বিক্ষোভ

২৯

নিজস্ব প্রতিবেদকঃ  নারীবিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও পুরো কমিশন বাতিলের দাবিতে হেফাজতে ইসলাম বরিশালে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে।

  • হেফাজতে ইসলাম বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে ২৫এপ্রিল,শুক্রবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

এরপর ৫ দফা দাবি জানিয়ে নেতাকর্মীরা নগরীতে একটি বিক্ষোভ মিছিল করে। আগামী ৩ মে এর মধ্যে দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

  • হেফাজতে ইসলামের ৫ দফা দাবি হচ্ছে- আওয়ামী শাসনামলে শাপলা চত্বরের গণহত্যাসহ সকল গণহত্যার বিচারের পাশাপাশি হেফাজতের নেতাদের নামে দেয়া মামলা প্রত্যাহার। সংবিধান সংস্কার কমিশনের বহুত্ববাদের প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করে আল্লার উপর বিশ্বাস ও আস্থা ফিরিয়ে আনতে হবে। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনায় আপত্তিকর ধর্মীয় বিধিবিধান বাতিল করতে হবে। ভারতের পার্লামেন্টে সম্প্রতি পাস হওয়া ওয়াকফ আইন সংশোধনী বাতিলসহ মুসলিম নির্যাতন বন্ধ করতে হবে। এছাড়া ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা বন্ধে বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে হেফাজতে ইসলামের পক্ষ থেকে।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা আবদুল হালিমের সভাপতিত্বে বক্তৃতা দেন, বরিশাল মহানগর সভাপতি শেখ সানাউল্লাহ মাহমুদি, সহসভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রুহুল আমিন প্রমুখ।

  • বক্তারা বলেন, অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে গত শনিবার নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদনের বেশকিছু সুপারিশ ইসলাম বিরোধী। হেফাজতের ন্যায্য দাবিগুলো উপেক্ষা করে কুরআন ও ইসলামী বিধান পরিপন্থী আইন প্রণয়নের প্রচেষ্টা দেশের জনগণ মেনে নেবে না। বিশেষ করে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত অনেক সুপারিশ সরাসরি কুরআনের বিধানের সঙ্গে সাংঘর্ষিক। ফলে এসব সুপারিশ কোনভাবে গ্রহণযোগ্য নয়। যদি সরকার অবিলম্বে এ কমিশন বিলুপ্তি ঘোষণাসহ অন্যান্য দাবি মেনে না নেওয়া হয় তাহলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মত এ সরকারকেও ক্ষমতাচ্যুত করা হবে।

 

Auto House

Leave A Reply

Your email address will not be published.