Take a fresh look at your lifestyle.

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিএনপি’র পৃথক বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে পৃথক বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে  শনিবার সকালে বরিশাল জেলা উত্তর ও দক্ষিণ বিএনপি’র এর উদ্যোগে সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এই পৃথক কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে একই দাবীতে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করতে চাইলে তা পুলিশের বাধায় প- হয়ে যায়। পরে বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন ছাত্রদল নেতাকর্মীরা।

উত্তর জেলা বিএনপির সমাবেশে সভাপতিত্ব করেছেন আহ্বায়ক মো. শহিদুল্লাহর ও সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মুলাদী উপজেলা বিএনপি’র সভাপতি আঃ ছাত্তার খান, উত্তর জেলা বিএনপির সদস্য সৈয়দ রফিকুল ইসলাম লাবু, গিয়াস উদ্দীন দিপেন প্রমুখ। দক্ষিণ জেলা বিএনপি’র সমাবেশে সভাপতিত্ব করেছেন আহ্বায়ক মজিবর রহমান নান্টু।

সদস্য সচিব আকতার হোসেন মেবুলের সঞ্চালনায় বক্তব্য দেন সদস্য নুরুল আমিন, নাজিম উদ্দীন আহমেদ পান্না, সাদেকুর রহমান লিঙ্কন, মন্টু খান, মিজনুর রহমান প্রমুখ। সমাবেশে মজিবুর রহমান নান্টু বলেন, এই অগণতান্ত্রিক সরকারের আমলে মানুষ শান্তিতে নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এ সরকার ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় আজ দাম বেড়েছে। তাই অবিলম্বে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণের দাবী জানাচ্ছি।

বিক্ষোভ সমাবেশ শেষে জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল হক মিঠুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে তাতে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। পরে মিছিল করতে না পেরে বিএনপি’র কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

 

 

Leave A Reply

Your email address will not be published.