স্টাফ রিপোর্টার: ১৯৭১ এর ওই সময় যে দল শাসনব্যবস্থায় ছিলো ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতা। বাংলাদেশের সংকটময় নেতৃত্ব অভাবের সময় শহীদ জিয়াউর রহমানের আবির্ভাব ঘটে বাংলার বুকে । শহীদ জিয়াউর রহমান ধর্মীয় মূল্যবোধ অক্ষুণ্ন রাখতে ওলামা দল গঠন করেন। বাংলাদেশের সংবিধানে সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রাহিম সংযুক্ত করেন বলে জানান, সহ- সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি বরিশাল বিভাগ রফিকুল ইসলাম জামাল ।
রবিবার (২৩শে ফেব্রুয়ারী) সকাল ১১ টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বর ওলামা দলের আয়োজনে অধ্যক্ষ মাওলানা মো: আব্দুর রব এর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলওয়াত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, সংকটময় সময় এই ওলামা দলের সৃষ্টি হয়েছিল তার মূল্য লক্ষ্য হলো মুল্যবোধ ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠা করা। তিনি একমাত্র নেতা জিনি সাড়ে ষোল হাজার ইবতেদায়ী মাদ্রাসা তৈরি করেন। ১৭ বছর বাংলাদেশে মুসলমানদের বিভিন্ন ভাবে কোলঠাসা করে রেখেছিলো বিগত ফ্যাসিষ্ট সরকার। আমরা চাইনা এমন সরকারের আবির্ভাব ঘটুক এ বাংলাদেশে। আমরা জানি কুরআন ও সুন্নাহ হলো আদর্শ ও আধুনিক জীবন ব্যবস্থার পথ। আমরা এ আধুনিক জীবন ব্যস্থা থেকে পিছিয়ে আছি। আমাদের কুরআন শিক্ষায় শিক্ষিত হতে পারি তার জন্য কাজ করতে হবে। বিগত দিনে আমাদের ধর্মীয় নেতাদের মাহফিলে গোয়েন্দা দিয়ে তদারকি করতো, জুম’আর খুদবা ঠিক ভাবে করতে পারেনি তারা। আমরা চাইনা শাপলা চত্বরে ছোট ছোট মাদ্রাসার কুরআনের হাফেজ হত্যাকারী সরকারের মত আর কোনো সরকার ক্ষমতায় আসুক। ব্যবস্থাপনায় ছিলেন, বরিশাল জেলা বিএনপি দক্ষিণ, সদস্য সচিব, এ্যাড. আবুল কালাম শাহীন।
তিনি বলেন, আজ আমরা আনন্দিত কারণ আমরা বিএনপি, ছাত্র দল, যুব দল নিয়ে কাজ করি। কিন্তু আজ ওলামা দলের আয়োজনে আমরা পবিত্র কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। যাদের সঙ্গ থাকতে পারলে আমরা নিজেদের ভুল ত্রুটি শুধরাতে পারবো। আগামী বছরগুলোতে শবেবরাতের পর রমজানের আগে আমরা এ আয়োজন করবার চেষ্টা করবো।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহ- সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি বরিশাল বিভাগ, আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, আহ্বায়ক বরিশাল জেলা বিএনপি দক্ষিণ, আবুল হোসেন খানসহ প্রমুখ।
এ আয়োজনে বরিশাল জেলার বিভিন্ন মাদ্রাসার প্রায় দেড় শতাধিক কুরআনে হাফেজ অংশ গ্রহণ করবেন বলে জানা যায়।