Take a fresh look at your lifestyle.

পটুয়াখালীতে প্রান্তজনের উদ্যোগে সৌর বিদ্যুৎ চালিত উপকরণ বিতরণ

১৯

নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর কলাপাড়ায় ১৯ জন নারী উদ্যোক্তাদের মাঝে সৌর বিদ্যুৎ চালিত ইনকিউবেটর, সেচ পাম্প এবং সেলাই মেশিন বিতরণ করেছে প্রান্তজন।

বুধবার দুপুরে কলাপাড়া উপজেলা চত্বরে বুধবার বেলা ১১টায় ধানখালী ও চম্পাপুর ইউনিয়নের এই কর্মসূচি হয়। উপকরণের মধ্যে আছে সৌর চালিত ৪০০ ডিম ধারণ ক্ষমতার একটি ইনকিউবেটর, ২টা সেচ পাম্প, ৬টা সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সাতজন ভূমিহীন নারী উদ্যোক্তা ইনকিউবেটর পরিচালনা করবেন। প্রতি পাম্প মেশিন ৩ জন নারী পরিচালনা করবেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম উপকারভোগীদের মাঝে উপকরণ তুলে দিয়েছেন। একশনএইড বাংলাদেশ এর সহযোগীতায় প্রান্তজন এর বাস্তবায়নে “ভূমিহীন জনগোষ্ঠীর জীবন-জীবিকার সুরক্ষা প্রকল্পের ফেইজ-২ এর আওতায় সৌর বিদ্যুৎ চালিত এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
এই বিতরণ অনুষ্ঠানে আলোচনা করেন কলাপাড়া লেডিস ক্লাব এর সভাপতি সুমাইয়া ফাহিমুন এমা, উপজেলা সমাজসেবা

কর্মকর্তা জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার; উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার; ধানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ টিনু মৃধা; চম্পাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মাস্টার কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য সচিব মনোয়ারা বেগম, কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ হুমায়ূন কবির; সদস্য সচিব এস্ এম, মোশারফ হোসেন; কলাপাড়া রিপোর্টাস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাহিদুল হক, প্রান্তজন এর ফিল্ড কোর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ প্রমুখ।

মেশিনগুলো সৌর শক্তির মাধ্যমে চালানো জন্য সাথে সোলার প্যানেল, ব্যাটারী, ইনভার্টার এবং মোটর দেওয়া হয়েছে। ফলে মেশিনগুলো চালাতে বাহির থেকে কোন বিদ্যুৎ প্রয়োজন হবে না। দিনের বেলায় সৌর শক্তির মাধ্যমে চলবে পাশাপাশি রাতের বেলায় ৬ ঘন্টা ব্যাটারীর মাধ্যমে চলতে পারবে। এছাড়াও মোটর ছাড়া যত সময় প্রয়োজন চালাতে পারবে।

Auto House

Leave A Reply

Your email address will not be published.