Take a fresh look at your lifestyle.

পদ্মা সেতু চালু হলে বরিশালের বানিজ্যিক  গুরুত্ব আরও বাড়বে-দোরাইস্বামী।

১২৫
নিজস্ব প্রতিবেদক :  বাংলা‌দে‌শে নিযুক্ত ভারতীয় হাই ক‌মিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, বরিশাল হ‌চ্ছে দক্ষিনাঞ্চলের  প্র‌বেশদ্বার।
নৌ স্থল এবং আকাশপ‌থে সারা‌দে‌শের সা‌থে ভা‌লো যোগা‌যোগ র‌য়ে‌ছে। পদ্মা‌সেতু চালু হওয়ার প‌রে বরিশালের দুরত্ব কম‌বে, বা‌নি‌জ্যিক গুরুত্ব আ‌রও বাড়‌বে।
বৃহষ্প‌তিবার,২৪ মার্চ ব‌রিশাল রি‌পোর্টার্স ইউ‌নি‌টির বীর মু‌ক্তি‌যোদ্ধা শহীদ জননী সাহান আরা স্মৃ‌তি মিলনায়ত‌নে সাংবা‌দিক, বীর মু‌ক্তি‌যোদ্ধা, লেখক ও সুশীল সমা‌জের নাগ‌রিক‌দের সা‌থে মত ‌বিনিময়কালে তি‌নি এসব কথা ব‌লেন।
এসময় তি‌নি আ‌রো ব‌লেন, কবি জীবনানন্দ দাশ, শের ই বাংলা এ কে ফজলুল হক সহ গুনীজন‌দের পূণ্যভূ‌মি ব‌রিশাল। ব‌রিশাল ও ব‌রিশাল রি‌পোর্টার্স ইউ‌নি‌টি‌তে আস‌তে পে‌রে নি‌জে‌কে সৌভাগ্যবান মনে কর‌ছি এবং আ‌মি খুব আনন্দিত।
মত‌বি‌নিময় সভায় স্বাগত বক্তব্য প্রদান ক‌রেন সি‌নিয়র সাংবা‌দিক আ‌নিসুর রহমান স্বপন।
ব‌রিশাল রি‌পোর্টার্স ইউ‌নি‌টির ভারপ্রাপ্ত সভাপ‌তি গাজী শাহ রিয়‌াজের সভাপতিত্বে এসময় উপ‌স্থিত ছিলেন ভারতীয় হাইক‌মিশ‌নের খুলনা অঞ্চলের ‌সে‌কেন্ড সে‌ক্রেটা‌রি অসীম কুমার শান্ত্রা, মু‌ক্তি‌যোদ্ধা র‌ফিকুল ইসলাম, আব্দুল কা‌দের হাওলাদার, সাংবাদিক ইউনিয়ন বরিশালের যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব অপু, খেলাঘরের সংগঠক মঈনুল ইসলাম সবুজ প্রমূখ।
মতবিনিময় সভার পূর্বে বিক্রম কুমার দোরাইস্বামীকে উত্তরীয় ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুশফিক সৌরভ।
Auto House

Leave A Reply

Your email address will not be published.