Take a fresh look at your lifestyle.

পবিত্র রমজানে তরমুজের মুল্য সহনীয় পর্যায় রাখতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা।

৮৭

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান মাসে তরমুজের মুল্য সহনীয় পর্যায় রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার,০৫ এপ্রিল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রকিবুর রহমান খান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন।

 

সভায় বরিশালের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা তরমুজ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভা সূত্রে জানা গেছে, বরিশালে পিস হিসেবে তরমুজ কিনে ভোক্তা পর্যায়ে তা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন এ পর্যন্ত একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করেছেন। এরপরেও ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধিকল্পে মঙ্গলবার এ আলোচনা সভার আয়োজন করা হয়।

 

মতবিনিময় সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়। উল্লেখযোগ্য সিদ্ধান্তসমূহ হচ্ছে তরমুজ পিস হিসেবে কিনে ভোক্তাদের কাছে পিস হিসেবেই বিক্রি করতে হবে, তরমুজ কেটে বিক্রি করা যাবেনা। এছাড়া আড়তদাররা মূল্য তালিকার বাইরে বাড়তি মূল্য নিতে পারবেননা।

আর এরপরও কেউ সিন্ডিকেট করলে জেলা প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে সভায় জানানো হয়।

Auto House

Leave A Reply

Your email address will not be published.