নিউজ ডেস্কঃ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মো ইউনুস এর সাথে বৈঠকে অংশ নিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ
তিনি জানান,২৫মে,রবিবার সন্ধ্যা পৌনে ৬ টায় প্রধান উপদেষ্টার সরকারী বাসভবন যমুনায় বৈঠকে অংশ নিবেন।
তিনি আরও জানান,বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদ, নেজামে ইসলামী পার্টি ও হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নিয়ে বৈঠকে অংশ নিবেন।
সংস্কার, নির্বাচন, স্বৈরতন্ত্রের সাথে জড়িতদের বিচার নিশ্চিত করতে অন্তবর্তী সরকারের করণীয় নিয়ে পরামর্শ প্রদান করবেন শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ।