Take a fresh look at your lifestyle.

প্রেম করে বিয়ের ৪ মাসে ডিভোর্স, বিষ খেয়ে পার্কের গাছতলায় শুয়ে থাকা জান্নাত মারা গেছেন

নিজস্ব প্রতিবেদকঃ প্রেম করে বিয়ের চার মাসের মাথায় প্রকৌশলী স্বামী ডিভোর্স দেওয়াকে কেন্দ্র করে পার্কের গাছতলায় বিষপানের পাঁচদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জান্নাত আক্তার।

রোববার (১৮ জানুয়ারি) সকালে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।

এর আগে ১২ জানুয়ারি বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্কে এ ঘটনা ঘটেছে।

তরুণী জান্নাত বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর এলাকার বাসিন্দা। অভিযুক্ত প্রকৌশলী সিদ্দিকুর রহমান সাগর একই উপজেলার সাহেবের হাটের বাসিন্দা।

ওসি মামুন বলেন, প্রেম করে বিয়ের পর স্বামী ডিভোর্স দেওয়ার কষ্টে তিনি প্রকাশ্যে বিষপান করেছিলেন। খবর পেয়ে তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখানে পাঁচদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তিনি মারা যান। তার লাশের ময়না তদন্ত শেষ হয়েছে। মৃতের পরিবারের সদস্যরা লাশ দাফনে ব্যস্ত রয়েছে। তাই এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও বলেন, ঘটনার সময় তার পাশ থেকে একটি কাফনের কাপড়, আগরবাতি ও বিষের খালি বোতল উদ্ধার করা হয়েছিল।

দায়িত্বরত চিকিৎসক বলেন, রোগী জান্নাত আগাছানাশক প্যারাকুইড নামে মারাত্মক বিষপান করেছিলেন। এই ধরণের বিষপানের ঘটনায় অধিকাংশ রোগীই মারা যেতে পারেন। আমরা তাকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়ার পরও রোববার মারা গেছেন।

মারা যাওয়ার আগে তরুণী জান্নাত বলেছিলেন, প্রেম করে গত চার মাস আগে আমরা বিয়ে করি। বিয়ের চার মাসের মাথায় বিনাকারণে আমাকে তালাক দেয় স্বামী প্রকৌশলী সাগর। এরপর আমি নিজ পরিবারে ফিরতে চাইলেও তা সম্ভব হয়নি।

Auto House

Leave A Reply

Your email address will not be published.