Take a fresh look at your lifestyle.

প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসান’র রুহের মাগফিরাতে দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বরিশাল জেলা ও মহানগর প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি মরহুম মেহেদী হাসান এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১ জানুয়ারি,বৃহস্পতিবার বাদ আসর বরিশাল নগরীর ফকিরবাড়ি রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল।

বিশেষ অতিথি ছিলেন পেশাজীবি থানা শাখার সভাপতি মোঃ সুলতানুল আরেফিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগর সভাপতি মাষ্টার মোঃ মিজানুর রহমান, কোতয়ালী থানা সভাপতি মোঃ মাহমুদুল হাসান কামাল, সহ সভাপতি মাহাদী হোসাইন, আবু জাফর, বরিশাল জেলা ও মহানগর প্রেস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জসিম হাওলাদার, সহ-সম্পাদক নুর আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের, কোষাধ্যক্ষ রাজন হাওলাদার, প্রেস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি বেলাল হোসাইন, মোঃ আবুল বাশার নয়ন, সাধারণ সম্পাদক মোঃ হান্নান তালুকদার, কোষাধ্যক্ষ মোঃ সাব্বির সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর নগরীর কাটপট্টি এলাকায় বাসভবনে বসে বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন মেহেদী হাসান । তাৎক্ষণিক পরিবারের লোকজন বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তাকে পৈত্রিক নিবাস বগুড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কর্মজীবনে তিনি বিভিন্ন পত্রিকায় পেস্টিং ম্যান ও বাসিদ প্রেসে মেশিন অপারেটর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অত্যন্ত সদালপী ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

Auto House

Leave A Reply

Your email address will not be published.