নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক ব্যুরো প্রধান মরহুম লিটন বাশারের মা রেনু বেগম এর দাফন সম্পন্ন হয়েছে।
পরিবার সুত্রে জানান,২২জুলাই,মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেনু বেগম (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
তিনি ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
বুধবার বাদ যোহর মরহুমার জানাজা শেষে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ডিঙামানিক গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
