Take a fresh look at your lifestyle.

ফিরতি ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, জেলা প্রশাসনের অভিযান

৬৯

স্টাফ রিপোর্টার: ঈদ উল আযহা ছুটি শেষে কর্মস্থানে ফিরছে কর্মজীবি মানুষ। ফিরতি এ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বরিশালে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। শনিবার (১৫ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের এ তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানা যায়।

জেলা প্রশাসনের মিডিয়া সেল জানান, বরিশাল মহানগরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পরিবহনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তদারকি কার্যক্রম পরিচালনা করেন। এ সময় বাস কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া দাবি হচ্ছে কি না তা সরেজমিনে যাচাই করা হয় এবং সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় না করার জন্য পরিবহনগুলোকে কঠোরভাবে সতর্ক করা হয়।

অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন গাড়ি এবং মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় ১৫টি পৃথক মামলায় সর্বমোট ৯৮ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয় ও ছয়টি পরিবহনে যাত্রীদের থেকে অতিরিক্ত আদায়কৃত সর্বমোট ২২ হাজার ৩৫০ টাকা যাত্রীদের তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে যাত্রীরা অভিযোগ করে জানান, প্রশাসনের এ তদারকি কার্যক্রম যতক্ষণ চলে ততক্ষণ ভাড়া কম থাকে, কিন্তু প্রশাসন চলে গেলে পূর্বের মত বার্তি ভাড়া আদায় করা চলমান রাখে বাস মালিকরা।

অপরদিকে সন্ধ্যায় বরিশাল লঞ্চঘাট থেকে কোনো লঞ্চ যেন অতিরিক্ত যাত্রী বহন করতে না পারে সেলক্ষ্যে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানগুলোতে জেলা প্রশাসনকে সার্বিক সহায়তা প্রদান করেন বিআরটিএ ও বিআইডব্লিউটিএ বরিশালের কর্মকর্তাসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশ, নৌ পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

Auto House

Leave A Reply

Your email address will not be published.